শুরু হল পবিত্র রমজান

শুরু হল পবিত্র রমজান

শুরু হল পবিত্র রমজানশনিবার থেকে শুরু হল পবিত্র রমজান মাস। রমজান উপলক্ষে গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্বজুড়ে শুরু হয়েছিল প্রস্তুতি। পশ্চিম এশিয়া, আফগানিস্তান এবং ইন্দোনেশিয়ার মত কিছু দেশে শুক্রবারই শুরু হয় রমজান। ইজরায়েলি সেনাদের কড়া পাহার মধ্যে শুক্রবার জেরুজালেমে অল অকসা মসজিদে প্রার্থনায় যোগ দিয়েছিলেন হাজার হাজার প্যালেস্তীনিয়।

দক্ষিণ এশিয়ার সন্ত্রাস-ধ্বস্ত আফগানিস্তানেও মহা সমারোহে শুরু হয়েছে পবিত্র রমজান। তবে রোজার মাসে খাদ্যসামগ্রীর অত্যধিক মূল্যবৃদ্ধিতে খুশি নন আফগানরা। কাবুলের অধিকাংশ বাজারেই মানুষের ভিড় ছিল। যদিও জিনিসপত্রের দামের জেরে মাথায় হাত ক্রেতাদের। রমজান শুরু হয়েছে ইন্দোনেশিয়াতেও। শুক্রবার রাজধানী জাকার্তার প্রধান মসজিদে রমজানের প্রথমদিনের প্রার্থনায় যোগ দিয়েছিলেন কয়েক হাজার মানুষ।

First Published: Saturday, July 21, 2012, 14:50


comments powered by Disqus