Last Updated: May 26, 2013 20:04

সন্তানের জন্ম দিয়ে বেঁচে উঠলেন মৃত মা। গত ফেব্রুয়ারি মাসে স্কুলে ক্লাস নিচ্ছিলেন ইংরেজির শিক্ষিকা এরিকা নিগরেলি। সেইসময় তিনি ৩৬ সপ্তাহের গর্ভবতী। পড়াতে পড়াতেই হঠাত্র মৃত্যুর কোলে ঢোলে পড়েন এরিকা। তাঁর স্বামী ও স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা এরিকাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকরা জানান তাঁর হৃদস্পন্দন থেমে গিয়েছে।
চিকিতসকরা তখনই অস্ত্রপচার করে তাঁর গর্ভস্থ সন্তানকে বের করে আনেন। সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম দেন ৩২ বছরের এরিকা। কিন্তু আসল চমকের বাকি ছিল তখনও। সন্তানের জন্ম হওয়ার কিছুক্ষণ পর থেকেই এরিকার হৃদপিণ্ড আবার স্বাভাবিক ভাবে কাজ করতে শুরু করে। সন্তানের জন্ম দিয়ে বেঁচে ওঠেন মা।
এরিকার মেয়ে ইলিয়ানার বয়স এখন ৩ মাস। সুস্থ আছেন মা ও মেয়ে দুজনেই। মৃত্যুকে প্রত্যক্ষ করা এরিকা জানালেন, দশ জনের মাত্র একজন এই অবস্থা থেকে ফিরে আসে। অবিশ্বাস্য ভাবে ইলিয়ানা আমাকে ফিরিয়ে এনেছে।
First Published: Sunday, May 26, 2013, 20:04