Last Updated: May 4, 2014 14:57
শিশু পুত্রকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সন্তোষপুর সার্ভেপার্কে। পুলিস সূত্রে খবর অভিযুক্ত মহিলার মানসিক চিকিৎসা চলছিল। অভিযুক্ত দেবযানী রায় পাঁচ বছরের ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য সার্ভে পার্কে ভাইয়ের কাছেই থাকতেন।
আজ ভোররাতে ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন তিনি। তার পরেই নিজের হাত, গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। পুলিস ঘটনার তদন্তে নেমে দেবযানী চৌধুরীর সুইসাইড নোট পেয়েছেন। জানুয়ারিতে চিকিত্সার জন্য দেরাদুন থেকে কলকাতায় এসেছিলেন তিনি। স্বামী দেবাশীস চৌধুরী ডিআরডিওর বিজ্ঞানী। মহিলার বড় ছেলে দশম শ্রেণির ছাত্র। ছেলের লেখাপড়া নিয়েও দেবযানী চৌধুরী দুশ্চিন্তায় ভুগছিলেন বলে জানিয়েছেন আত্মীয়রা।
First Published: Sunday, May 4, 2014, 14:57