Last Updated: August 11, 2013 18:47

অবশেষে মায়ের সঙ্গে কথা হল জুরিখের সোনার। মায়ের সঙ্গে দেখা করতে আসবেন বলে জানিয়েছেন সোনা। শনিবার রাতে ৩২ বছর পর টেলিফোনে মেয়ের গলার স্বর শুনলেন নদিয়ার হরিণঘাটার নগরউখরা গ্রামের সাধনা দেবনাথ। সুইত্সারল্যান্ডে বড় হওয়া সোনা বাংলা জানেন না। সোনার ভাষাও জানেন না তাঁর মা সাধনা দেবনাথ। তবু কথা হল। মায়ের কাছে আসার কথাও টেলিফোনে জানিয়েছেন সোনা। ইতিমধ্যেই সাধনা দেবনাথের ডিএনএ নমুনা পাঠানো হয়েছে সুইত্জার ল্যান্ডে। এখন সেই পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন সাধনা দেবনাথ। হারানো মায়ের খোঁজে ইতিমধ্যেই কলকাতা ঘুরে গেছেন জুরিখের সোনা। কিন্তু তখন মায়ের সন্ধান মেলেনি। সংবাদপত্রে প্রকাশিত বত্রিশ বছর আগের একটি সাদা কালো ছবি দেখে মেয়েকে চিনতে পারেন সাধনা দেবনাথ।
First Published: Sunday, August 11, 2013, 18:47