মাউন্ট এটনার দৈত্য জেগেছে, একদিকে আতঙ্কে ঘরছাড়া মানুষ, অন্যদিকে সাহসীদের ভিড়

মাউন্ট এটনার দৈত্য জেগেছে, একদিকে আতঙ্কে ঘরছাড়া মানুষ, অন্যদিকে সাহসীদের ভিড়

Tag:  Mount Etna
মাউন্ট এটনার দৈত্য জেগেছে, একদিকে আতঙ্কে ঘরছাড়া মানুষ, অন্যদিকে সাহসীদের ভিড়-----------------------------------------------------------------------------------
ফেরে জেগে উঠেছে মাউন্ট এটনা। রবিবার থেকেই অগ্নুত্পাত শুরু হয়েছে সিলিটির এই আগ্নেয়গিরিতে। অন্য দিকে অগ্নুত্পাত শুরু হয়েছে এল সাভাদরের চাপারিস্টিক আগ্নেয়গিরি থেকে। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা। আগ্নেয়গিরি সংলগ্ন এলাকা খালি করে দিয়ে স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে প্রশাসন। এল সালভাদর জুড়ে ছড়িয়ে রয়েছে ২৩টি জীবন্ত আগ্নেয়গিরি।

তার মধ্যে অন্যতম চাপারাস্টিক আগ্নেয়গিরি থেকে ফের শুরু হয়েছে অগ্নুত্পাত। ২০১০ সালে এই আগ্নেয়গিরি থেকে শেষ অগ্নুত্পাত হয়েছিল। গোটা দেশ জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।

রাজধানী সান সালভাদর থেকে ১৪০ কিলোমিটার দূরে সান মিগুয়েল প্রদেশে অবস্থিত এই আগ্নেয়গিরিটি জেগে ওঠায় উদ্বিগ্ন প্রশাসন। চাপারিস্টিক আগ্নেয়গিরির চারপাশের ছোট ছোট শহর গুলিতে প্রায় পাঁচ হাজার মানুষ বাস করেন। আগ্নেয়গিরি থেকে এর মধ্যেই পার্শ্ববর্তী এলাকায় ছাই ছড়িয়ে পড়েছে। বেশ কিছু মানুষ ইতিমধ্যেই শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।

সান মিগুয়েল প্রদেশে জন বসতিগুলিতে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে এল সালভাদর সরকার। বাসিন্দাদের নাকে মুখে ভিজে রুমাল বেঁধে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেভাবে ছাই ছড়িয়ে পড়ছে তাতে সান মিগুয়েল প্রদেশের কফি চাষে ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপের সবথেকে জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট এটনা থেকেও শুরু হয়েছে অগ্নুত্পাত। রবিবারই জেগে ওঠে সিসিলির এই বরফ ঢাকা এই আগ্নেয়গিরি। তবে কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে।

First Published: Tuesday, December 31, 2013, 10:09


comments powered by Disqus