Last Updated: March 7, 2014 23:04

অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি কি তৃণমূলের প্রার্থী হচ্ছেন ? আজ মৌসুমী নবান্নে পৌছনো মাত্রই এই জল্পনা শুরু হয়। মৌসুমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকতেই এই জল্পনা আরও জোরালো মাত্রা পায়।
কানাঘুষো শুরু হয়, মৌসুমীকে মুম্বই থেকে প্রার্থী করতে চায় তৃণমূল? জল্পনায় অবশ্য জল ঢেলে দিয়েছেন মৌসুমী। নবান্ন ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বললেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে নেহাতই সৌজন্য সাক্ষাতের জন্য তিনি নবান্নে এসেছেন। জল্পনা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীও।
পশ্চিমবঙ্গে তারকাখচিত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে তৃণমূল। এবার কি মুম্বইয়েও সেই পথেই হাঁটবে তৃণমূল?
First Published: Friday, March 7, 2014, 23:04