Mr Modi can rest easy for 20 days, not more: Zakia Jafri`s lawyer

গুলবার্গ সোসাইটি হত্যা মামলায় ক্লিনচিট পেয়ে আজ হাসি মুখে সাংবাদিক বৈঠকে আসবেন মোদী

লোকসভা ভোটের আগে এমুহুর্তে বেশ স্বস্তিতে নরেন্দ্র মোদী। গুলবার্গ সোসাইটি হত্যা মামলায় ইতিমধ্যে তাঁকে ক্লিনচিট দিয়েছে আদালত। গতকাল এনিয়ে কিছু না বললেও আজ সম্ভবত নিজের প্রতিক্রিয়া জানাতে চলেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

গতকাল রায় বেরনর পর প্রতিক্রিয়া বলতে শুধু দুটি টুইট করেছিলেন মোদী। প্রথমটিতে তিনি লেখেন, "সত্যমেব জয়তে...একমাত্র সত্যই জয়ী হয়।" পরে আরেকটি টুইট করে তিনি জানিয়েছিলেন, আদালতের রায় নিয়ে নিজের বক্তব্য তিনি আজ সবাইকে জানাবেন। বিজেপি ইতিমধ্যেই একে দলের এবং নরেন্দ্র মোদীর নৈতিক জয় হিসেবে দাবি করেছে। ২০০২ সালে গুলবার্গে প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরি এবং আরও উনসত্তরজনের খুনের ঘটনায় মোদীর বিরুদ্ধে মামলা করেছিলেন এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। তবে প্রথমে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং এবার আদালতেরও ক্লিন চিট পেয়ে যাওয়ায় স্বভাবতই খোশমেজাজে মোদী।

First Published: Friday, December 27, 2013, 14:52


comments powered by Disqus