Last Updated: February 8, 2013 21:51

বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিসকর্মীকে উদ্দেশ্য করে শাসানি দিয়েছিলেন। সেই শাসানিকে কার্যত বিদ্রুপ করলেন খ্যাতনামা পরিচালক মৃণাল সেন। তাঁর বক্তব্য, "চাবকানো ধমকানোয় আমাদের কিছু এসে যায় না।" আমাদের যা কাজ আমরা তা করে যাব।
নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার মুখ্যমন্ত্রীকে কার্যত ভর্ৎসনা করেন প্রবীণ এই চিত্রপরিচালক।
কী বললেন মৃণাল সেন, দেখতে ক্লিক করুন এখানে
First Published: Friday, February 8, 2013, 21:53