Last Updated: September 3, 2012 12:24

ইজিপ্টের সরকারি টেলিভিশনে এই প্রথম সংবাদ পরিবেশন করলেন কোনও মহিলা। হোসনে মুবারক জমানার পরবর্তী যুগে ইজিপ্টের মহিলাদের কাছে এ এক নতুন ইতিহাস। হোসনে মুবারকের আমলে স্বপ্নেও যা ভাবা যেত না। দেশে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আশার পর অনেকেই মহিলাদের স্বাধীনতার ব্যাপারে সন্দিহান ছিলেন। কিন্তু সরকারি টেলিভিশনে সংবাদ পরিবেশনে মহিলাদের সুযোগ দিয়ে নতুন বার্তা দিয়ে রাখল ইজিপ্টের নতুন শাসক দল। ইজিপ্টের সরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানে দুপুর ১২টায় হিজাব পরে খবর পড়তে শুরু করেন ফতেমা নাবিল। ফতেমার গোটা মাথা হিজাব দিয়ে ঢাকা ছিল।
First Published: Monday, September 3, 2012, 12:38