Last Updated: March 28, 2012 15:22

শততম শতরান করার জন্য সচিন তেন্ডুলকরকে সম্মান জানালেন শিল্পপতি মুকেশ আম্বানি। মুম্বইয়ে সচিনকে সম্মানিত করতে তাঁর বাসভবনে জমকালো পার্টির আয়োজন করা হয়। পার্টিতে উপস্থিত ছিলেন ক্রিকেটার থেকে বলিউড তারকারা, রাজনৈতিক নেতারাও।
সুনীল গাভাসকর, সৌরভ গাঙ্গুলি,অনিল কুম্বলের মত প্রাক্তন ক্রিকেটাররা যেমন ছিলেন তেমনই পার্টিতে উপস্থিত ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মার মত বর্তমান ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান কৃষ্ণমাচারী শ্রীকান্ত। সচিনকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, সলমন খান, ঋত্ত্বিক রোশনরা। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চহ্বাণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখ।
First Published: Wednesday, March 28, 2012, 15:22