ধনী তালিকায় উত্তরণ মুকেশ আম্বানির

ধনী তালিকায় উত্তরণ মুকেশ আম্বানির

ধনী তালিকায় উত্তরণ মুকেশ আম্বানিরবিশ্বের ধনীদের তালিকায় আরও একধাপ উঠে এলেন  মুকেশ আম্বানি। ব্লুমবার্গ কোটিপতিদের সূচকে ১৯ থেকে ১৮ স্থানে উঠে এলেন রিলায়েন্স ইন্ড্রাস্টির কর্ণধার।

গত বছর মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ছিল দুই হাজার একশো কোটি ডলার। এই বছর সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার চারশো সত্তর কোটি ডলার। এক বছরে সম্পত্তি বেড়েছে তিনশো সত্তর কোটি ডলার।

মেক্সিকোর টেলিযোগাযোগ ব্যবসাযী কার্লোস স্লিম এবছরও বিশ্বের এক নম্বর ধনীর জায়গা ধরে রেখেছেন। কার্লোসের সম্পত্তির পরিমাণ সাত হাজার কোটি ডলারেরও বেশি। এবছর প্রথম একশোজন ধনীর প্রত্যেকেরই সম্পত্তির পরিমাণ বেড়েছে। এই একশোজনের মোট সম্পত্তির পরিমাণ এক লক্ষ আট কোটি ডলারের বেশি। 

First Published: Thursday, January 3, 2013, 19:16


comments powered by Disqus