Last Updated: June 1, 2013 17:18

কয়েকটি রাজনৈতিক দলকে গুরুদক্ষিণা দিচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনার। ফের এই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। তাঁর অভিযোগ, মনোনয়ন পর্বকে বিঘ্নিত করতে কমিশনের সঙ্গে হাত মিলিয়েছে বিরোধী দলগুলি।
মুকুল রায়ের দাবি, নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত করতে কমিশনের সঙ্গে হাত মিলিয়েছে বিরোধীরা৷ পঞ্চায়েতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য নির্বাচন কমিশন৷ তার ঠিক আগেই মীরাদেবীর বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল৷ তাঁর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুললেন মুকুল৷ কেন গুরুদক্ষিণা? এর স্বপক্ষে মুকুলের দাবি, সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে কমিশনারের মেয়াদ ৩ থেকে বাড়িয়ে ৬ বছর করেছে৷ এখন তারই প্রতিদান দিচ্ছেন মীরাদেবী৷
এদিকে, পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফার মনোনয়ন পর্বে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলল রাজ্য নির্বাচন কমিশন৷ এ ব্যাপারে কমিশনের তরফে মহাকরণকে চিঠি দেওয়া হয়েছে৷
গত তিনদিন ধরে প্রথম দফার ভোট হতে চলা জেলাগুলিতে বিরোধী শিবিরের প্রার্থীদের মনোনয়নপত্র দিতে বাধা দেওয়া হচ্ছে, তাঁদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠছে৷ এই পরিপ্রেক্ষিতেই এই কমিশন চিঠি দিয়েছে রাজ্য সরকারকে।
First Published: Saturday, June 1, 2013, 21:00