Last Updated: September 9, 2013 15:06

তৃণমূল নেতা মুকুল রায়ের নামে মানহানির মামলা করলেন নিহত সিপিআইএম নেতা দিলীপ সরকারের স্ত্রী শেফালি সরকার। চলতি বছরের ৯ জুন আততায়ীর গুলিতে নিহত হন বারাবনির প্রাক্তন বিধায়ক দিলীপ সরকার। পুলিস জানায় আততায়ীদের মধ্যে একজন মহিলা ছিলেন। দিলীপ সরকার খুনের পর তৃণমূল মহাসচিব মুকুল রায় দাবি করেছিলেন দিলীপ সরকারের নামে মহিলা পাচার সংক্রান্ত একটি অভিযোগ রয়েছে থানায়। সেই অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে মুকুল রায়ের বিরুদ্ধে মানহানি মামলা করলেন শেফালি সরকার।
First Published: Monday, September 9, 2013, 15:06