Mukul Roy calls for CBI probe

সারদাকাণ্ডে কোনও তদন্তে ভয় নেই মুকুলের

সারদা কাণ্ডে কোনও তদন্তেই ভয় নেই। সিবিআই থেকে ইন্টারপোল যে কোনও তদন্তের মুখোমুখি হতে তৈরি তৃণমূল। উত্তর ২৪ পরগনার আমডাঙায় বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর প্রচারসভায় এমনটাই দাবি করেন তৃণমূল নেতা মুকুল রায়।

সারদা চিটফান্ড কাণ্ডে নতুন করে ইডি তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকেই সিবিআই তদন্তের দাবি আরও জোড়াল হয়েছে। সবে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করাতে রাজি নন খোদ মুখ্যমন্ত্রী। কোনও মতেই চিটফান্ড তদন্তে সিবি আই হবে না বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তদন্ত বিতর্ক নিয়ে মুকুল রায়ের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

First Published: Saturday, May 3, 2014, 08:54


comments powered by Disqus