চাপানউতোর দুই সাংসদের মন্তব্যকে ঘিরে

চাপানউতোর দুই সাংসদের মন্তব্যকে ঘিরে

চাপানউতোর দুই সাংসদের মন্তব্যকে ঘিরেহলদিয়া বন্দরের নাব্যতা নিয়ে রাজ্যের শাসকদলের দুই সাংসদের পরস্পরবিরোধী মন্তব্যকে ঘিরে চাপানউতোর শুরু  হল। গত ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় জাহাজপ্রতিমন্ত্রী তথা তৃণমূলের সাংসদ মুকুল রায় জানিয়েছিলেন হলদিয়া বন্দরের নাব্যতা তথা ড্রেজিং সমস্যা অনেকটাই মেটানো গেছে। কিন্তু গতকাল তৃণমূলেরই সাংসদ শুভেন্দু অধিকারীর দাবি ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়ার উপযুক্ত পরিকাঠামো নেই। পাশাপাশি কলকাতা পোর্ট ট্রাস্ট ও কেন্দ্রীয় জাহাজমন্ত্রকের তরফে হলদিয়া বন্দরকে সাহায্য করা হচ্ছেনা বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।     

First Published: Sunday, February 5, 2012, 19:41


comments powered by Disqus