Last Updated: February 28, 2014 21:26

লোকসভা ভোটে রাজ্যে একাই লড়বে তৃণমূল। যাবতীয় জোট জল্পনায় জল ঢেলে জানিয়ে দিলেন মুকুল রায়। নয়াদিল্লিতে আজ তিনি বলেন, কংগ্রেস, বা সাম্প্রদায়িক বিজেপি। লোকসভা ভোটে কারোরই হাত ধরবে না তৃণমূল।
লোকসভা ভোটে রাজ্যে একলা চলার বার্তাই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, দলের ব্রিগেড সমাবেশে তৃণমূলকে অন্য বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী ও রাজনাথ সিং।
কংগ্রেসের কোনও ব্রিগেড সমাবেশ হয়নি। তাই প্রকাশ্য বার্তাও ছিল না। তবে লোকসভা ভোটে কোণঠাসা কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরার চেষ্টা করবেন, এমন কানাঘুষো চলছিলই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্যেও সেই গুঞ্জন বন্ধ হয়নি।
তবে জোট জল্পনায় পাকাপাকিভাবে জল ঢেলে দিলেন মুকুল রায়। মুকুল রায় দাবি করেছেন, রাজ্যে একা লড়ে যে তৃণমূল জেতার ক্ষমতা রাখে তা পঞ্চায়েত ও পুরভোটেই প্রমাণ হয়েছে। রাজ্যে তাই কারোরই হাত ধরবে না তৃণমূল। তবে ভিনরাজ্যে দলের শক্তি বাড়াতে নতুন সঙ্গী খোঁজার প্রয়াস জারি থাকবে।
First Published: Friday, February 28, 2014, 21:26