Last Updated: June 10, 2013 22:32

ভারী বৃষ্টিপাতের পর ভেঙে পড়ল মুম্বইয়ের মহিম এলাকার আলতাফ বহুতল। মহিম দরগার পাশে অবস্থিত এই পাঁচতলা বহুতলের নিচের তলায় ছিল মারুতীর শোরুম।
গতকাল থেকেই মুম্বইতে চলছে ভারী বৃষ্টিপাত। আজ বৃষ্টির কারণে ট্রেন, প্লেন সবকিছু নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে চলেছে। বহু রাস্তায় জল জমে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে।
First Published: Monday, June 10, 2013, 22:33