সৌরাষ্ট্রকে উড়িয়ে ভারতসেরা সচিনরা

সৌরাষ্ট্রকে উড়িয়ে ভারতসেরা সচিনরা

সৌরাষ্ট্রকে উড়িয়ে ভারতসেরা সচিনরাদু বছর পর ফের রঞ্জি চ্যাম্পিয়ন হল মুম্বই। এই নিয়ে ৪০বার চ্যাম্পিয়ন হল তারা। মেগা ফাইনালে সৌরাষ্ট্রকে ইনিংস আর ১৮৫ রানে হারিয়ে দেন সচিন তেন্ডুলকররা। ওয়াংখেড়েতে তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে ফেলে মুম্বই। সৌরাষ্ট্রের ১৪৮ রানের জবাবে মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৫ রানে। ২০৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সৌরাষ্ট্র।

ধবল কুলকার্নি আর অজিত আগরকরের পেস বোলিংয়ের দাপটে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় সৌরাষ্ট্রের দ্বিতীয় ইনিংস। কুলকার্নি পাঁচ উইকেট আর অধিনায়ক আগরকর চার উইকেট পান। এই নিয়ে ৪৪ ফাইনালে উঠে  ৪০ রঞ্জি চ্যাম্পিয়ন হল মুম্বই। আটবার রঞ্জিজয়ী দলের সদস্য হলেন ওয়াসিম জাফর। এই বছর রঞ্জি ট্রফির পাশাপাশি বোর্ডের অনূর্ধ্ব ষোলো আর অনূর্ধ্ব পঁচিশ টুর্নামেন্টেও সেরা হয়েছে মুম্বই। ঘরোয়া  ক্রিকেটে মুম্বইয়ের দাপট অব্যাহত থাকলেও ভারতীয় টেস্ট দলে মুম্বই থেকে সাম্প্রতিককালে সচিন আর জাহির ছাড়া কাউকেই খেলতে দেখা যায় না। এবার ছবিটা বদলানোর আশায় মুম্বই কর্তারা।

First Published: Monday, January 28, 2013, 20:29


comments powered by Disqus