Last Updated: June 21, 2013 11:24

মুম্বইয়ে ফের ভেঙে পড়ল বহুতল। শুক্রবার ভোরে থানেতে বাড়ি ভেঙে পড়ায় দু`জন শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, থানের মুম্ব্রা এলাকায় শুকুন্তলা নামের তিন তলা বাড়িটি ভোর ২টো ৩০ নাগাদ ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে বেড়িয়ে আসেন আশেপাশের মানুষ। এখনও পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত দু`মাস আগে মুম্বইয়ে আরও একটি বাড়ি ভেঙে পড়ে। সে বারের দুর্ঘটনায় ৭০ জনের মৃত্যু হয়।
First Published: Friday, June 21, 2013, 11:24