Mumbai commissioner of Police resigns his post, will join BJP soon

ইস্তফা দিলেন মুম্বই পুলিস কমিশনার, সম্ভাবনা বিজেপির হয়ে ভোটে লড়ার

ইস্তফা দিলেন মুম্বই পুলিস কমিশনার, সম্ভাবনা বিজেপির হয়ে ভোটে লড়ার অবসরের মাত্র এক বছর বাকি থাকতেই ইস্তফা দিলেন মুম্বই পুলিস কমিশনার সত্যপাল সিং। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিলের কাছে গতকালই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন পুলিস কমিশনার।

মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনও পুলিস কমিশনার পদে থাকাকালীন ইস্তফা দিলেন। সত্যপাল সিং জানিয়েছেন, তিনি দেশের জন্য বড় কিছু করতে চান। তবে কী করতে চান সে নিয়ে একটিও কথা বলেননি তিনি। সূত্রের খবর, মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশের কোনও কেন্দ্র থেকে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন সত্যপাল সিং। এ নিয়ে নাকি বিজেপি সভাপতি রাজনাথ সিং এবং নীতিন গড়করির সঙ্গে প্রাথমিক কথা সেড়েও ফেলেছেন তিনি। আবার অন্য সূত্রে জানাচ্ছে, বিজেপি নয়, সত্যপাল সিংকে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছে আম আদমি পার্টি।

First Published: Friday, January 31, 2014, 13:48


comments powered by Disqus