এটিএম হ্যাকারদের তাণ্ডবে জেরবার গ্রাহকরা, জালিয়াতি রুখতে ব্যবস্থা নিচ্ছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ

এটিএম হ্যাকারদের তাণ্ডবে জেরবার গ্রাহকরা, জালিয়াতি রুখতে ব্যবস্থা নিচ্ছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ

এটিএম হ্যাকারদের তাণ্ডবে জেরবার গ্রাহকরা, জালিয়াতি রুখতে ব্যবস্থা নিচ্ছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চদেশের বড় শহরগুলোয় বাড়ছে এটিএম হ্যাকারদের সংখ্যা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড জালিয়াতি থেকে অ্যাকাউন্ট হ্যাক সবেতেই সিদ্ধহস্ত সাইবার হ্যাকাররা। বাড়তে থাকা এই সাইবার অপরাধ ঠেকাতে রিসার্ভ ব্যাঙ্ককে বেশকিছু নিয়ম চালু করার প্রস্তাব দিল মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। মুম্বই পুলিসের দাবি তাদের দেওয়া প্রস্তাব কার্যকরী হলে সুরক্ষিত হবেন গ্রাহকরা।

হঠাত্‍ করেই মোবাইলে এসএমএস। এসএমএস পড়ে আকাশ থেকে পড়লেন আপনি। আপনারাই অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে বিপুল পরিমাণ টাকা। থানায় ডায়রি, ব্যাঙ্কে ছোটাছুটি, বিস্তর হয়রানি। ভাগ্য সদয় হলে এটিএম হ্যাকার যদি ধরা পড়ে তবেই ফেরত পাবেন আপনার টাকা। এই ঘটনা এখন আর নতুন নয়। কলকাতা,মুম্বই বা দিল্লির মতো মেট্রোপলিটন শহরগুলিতে ক্রমশই বাড়ছে এই সাইবার অপরাধ। এই সাইবার অপরাধ রুখতেই রিসার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়াকে বেশকিছু নতুন নিয়ম চালু করার প্রস্তাব দিয়েছে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। অনেকসময়ই দেখা যায় গ্রাহক রয়েছে একজায়গায়। অথচ তার কার্ড ব্যবহূত হচ্ছে বিদেশে। গ্রাহকের পরিবর্তে যাতে অন্য কেউ তার কার্ড বিদেশে ব্যবহার করতে না পারে তার জন্য আরবিআইকে মোবাইল রোমিংয়ের মতোই কার্ড অ্যাক্টিভেশনের প্রস্তাব দিয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।বিদেশে কার্ড ব্যবহার করতে হলে গ্রাহককে নিজে ব্যাঙ্কে গিয়ে কার্ড অ্যাক্টিভেট করতে হবে।

মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দাবি তাদের দেওয়া প্রস্তাব গৃহীত হলে শুধু মুম্বই নয় সারা দেশের মানুষই এতে উপকৃত হবেন।


First Published: Saturday, January 11, 2014, 12:38


comments powered by Disqus