Last Updated: June 22, 2013 12:37

ফের মুম্বই শহরতলিতে ভেঙে পড়ল বহুতল। শনিবার সকালে মুম্বইয়ের কাছে দহিসরে একটি চারতলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে পাঁচ ব্যক্তির। গুরুতর আহত ছয় জন।
এখনও উদ্ধারকার্য চলছে। বহুতলটির ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত নয় জনকে উদ্ধার করা হয়েছে।
এই বহুতলটির সবকটি তল জুড়ে একটি গহনার দোকান ছিল।
First Published: Saturday, June 22, 2013, 12:37