Last Updated: September 19, 2013 11:37

মুম্বইয়ের চিত্র সাংবাদিক গণধর্ষণ কাণ্ডে আজ চার্জশিট পেশ করল মুম্বই পুলিস। মুম্বইয়ে শক্তি মিল কম্পাউন্ডে ২৩ বছরের এক চিত্র সাংবাদিককে গণধর্ষণ করে পাঁচ দুষ্কৃতী। এই ঘটনায় সারা দেশে তীব্র প্রতিবাদ দেখা যায়।
নিগৃহীতা তরুণীর বয়ান, প্রত্যক্ষদর্শীদের বয়ান, ঘটনাস্থল থেকে সংগৃহীত তথ্যপ্রমাণাদি, ডিএনএ রিপোর্টের ভিত্তিতে এই চার্জশিট তৈরি করা হয়েছে। পুলিস দাবি করেছে তাদের এমন প্রমাণ আছে যা অভিযুক্ত পাঁচ জন সালিম আনসারি, বিজয় যাদব, মহম্মদ কাসিম, হাফিজ শেখ ও সিরাজ রহমান খানকে দোষী সব্যস্ত করার জন্য যথেষ্ট।
ডিএনএ রিপোর্টে অভিযুক্ত পাঁচ জনেরই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
মহারাষ্ট্র সরকার ফাস্টট্র্যাক আদালতে দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে চাইছে। দ্রুত যাতে দুষ্কৃতীরা কঠোর শাস্তি পায় সে দিকেও সরকারী তরফে চেষ্টা করা হচ্ছে।
First Published: Thursday, September 19, 2013, 17:33