Last Updated: April 3, 2013 18:11

আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের প্রথম ম্যাচে খেলতে পারবেন না লাসিথ মালিঙ্গা। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে পিঠে চোটের কারণে খেলতে পারবেন না সচিনের দলের এই তারকা লঙ্কান পেসার। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এই চোট পান মালিঙ্গা। এমনিতে এবার খেতাব জিততে মরিয়া মুম্বই শিবির তাকিয়ে আছে মালিঙ্গার দিকেই।
কিন্তু চোটের গ্রহে ঢুকে সচিনের চিন্তা বাড়ালেন মালিঙ্গা। এই শ্রীলঙ্কান পেসার না থাকার ফলে মিচেল জনসনের উপর দায়িত্ব বাড়ল। মুনাফ প্যাটেলে, নাথান নিল, হরভজন সিং এই নিয়েই সাজানো মুম্বইয়ের বোলিং আক্রমণ।
First Published: Wednesday, April 3, 2013, 18:11