Last Updated: January 25, 2013 13:15

ফের রাজ্যের শিল্পসম্ভাবনায় বড়সড় ধাক্কা। মুম্বইয়ে ১৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত শিল্প সম্মেলন বাতিল করা হল। ওইদিন মুম্বইয়ে বেশ কয়েকজন প্রথম সারির শিল্পপতির সঙ্গে বৈঠক করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এর আগে ডিসেম্বর মাসে দিল্লিতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপরই হলদিয়ায় বেঙ্গল লিডসের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তেরই ফেব্রুয়ারি মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের কথা। রাজ্যের জমিনীতি, শিল্পনীতি সহ একাধিক ইস্যুতে ধোঁয়াশা রয়েছে। শিল্পমহলের একাংশের ব্যাখ্যা, এসব ইস্যুতে মুখ্যমন্ত্রীকে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হোত বলেই বৈঠক বাতিল করা হয়েছে। তার সঙ্গে ``বেঙ্গল লিডস``-এর মাধ্যমে শিল্পপতিদের কাছে রাজ্যে শিল্পস্থাপনের কোন নির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরতে না পারাও এই বৈঠক বাতিলের অন্যতম কারণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
অন্যদিকে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, বাতিল নয় পিছনো হয়েছে মুম্বইয়ের বৈঠক। বাজেট সংক্রান্ত ব্যস্ততার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।
First Published: Friday, January 25, 2013, 13:15