ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ে, Mumbai on fire

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ে

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়েমুম্বইয়ের ক্রফোর্ড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ ভোর তিনটে নাগাদ প্রথমে ক্রফোর্ড মার্কেটে আগুন লেগে যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া মনীশ মার্কেট ও সাহারা শপিং কমপ্লেক্সেও। বাজার এলাকায় দাহ্য বস্তু মজুত থাকায় মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক মার্কেটে। ইতিমধ্যেই আগুনে ভস্মীভূত হয়ে গেছে কয়েকশো দোকান। ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলের বাইশটি ইঞ্জিন। তবে টানা প্রায় সাড়ে চার ঘন্টার চেষ্টাতেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

First Published: Saturday, November 26, 2011, 17:53


comments powered by Disqus