পিৎজা ডেলিভারি করতে এসে ধর্ষণের চেষ্টা মুম্বইয়ে

পিৎজা ডেলিভারি করতে এসে ধর্ষণের চেষ্টা মুম্বইয়ে

পিৎজা ডেলিভারি করতে এসে ধর্ষণের চেষ্টা মুম্বইয়েপিৎজা ডেলিভারি বয় হইতে সাবধান! মুম্বইয়ের বুধবার সন্ধের এক ঘটনা অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। গতকাল সন্ধ্যায় বছর ১৭-এর এক কিশোর পিৎজা ডেলিভারি করতে গিয়ে ধর্ষণ করে খুনের চেষ্টা করে ২২ বছরের এক তরুণীর।

মুম্বই পুলিস সূত্রে খবর বুধবার সন্ধ্যায় ওই তরুণী একটি পিৎজা সেন্টারে পিৎজার অর্ডার দেন। অভিযুক্ত কিশোর পিৎজা ডেলিভারি করতে এসে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে জোর করে তার বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।

মেয়েটি নিজের সর্বশক্তি নিয়ে ওই কিশোরকে বাধা দেয় এবং অ্যালার্ম বাজিয়ে দিলে ছেলেটি একটি কিচেন নাইফ দিয়ে মেয়েটির উপর আক্রমণ করে। এরপর রক্তাক্ত মেয়েটিকে ফেলে রেখে ছেলেটি পালিয়ে যায়। কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় মেয়েটি পড়ে থাকার পর প্রতিবেশীরা তার আর্তনাদ শুনে ঘটনাস্থলে পৌঁছায়। মেয়েটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়েটির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পিৎজা ডেলিভারি বয়কে গ্রেফতার করেছে পুলিস। তাকে জুভেনাইল সংশোধনাগারে পাঠানো হয়েছে।

First Published: Thursday, June 27, 2013, 16:17


comments powered by Disqus