মুম্বইয়ে রাজ্যের শিল্প সম্মেলন নেই কোনও বড় চমক

মুম্বইয়ে রাজ্যের শিল্প সম্মেলন নেই কোনও বড় চমক

মুম্বইয়ে রাজ্যের শিল্প সম্মেলন নেই কোনও বড় চমক  পয়লা অগাস্ট মুম্বইয়ে রাজ্যের শিল্প সম্মেলন। আর সাতদিনও বাকি নেই। অথচ এখনও পর্যন্ত বাইরের বড় কোনও শিল্প সংস্থাই রাজ্যের আমন্ত্রণে সাড়া দেয়নি। মহাকরণসূত্রে খবর, রাজ্যেরও মাত্র চারজন শিল্পপতি ওই সম্মেলনে যোগ দেবেন।

নতুন সরকারের আমলে কেটে গেছে ২ বছর। রাজ্যে বড় ধরনের কোনও বিনিয়োগ আসেনি। খরা কাটাতে দিল্লি ও কলকাতায় শিল্প সম্মেলনের আয়োজনও করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও শিল্পপতিরা এরাজ্যে বিনিয়োগে কোনও উত্‍সাহ দেখাননি। রাজ্যের শিল্পচিত্রে পরিবর্তন আনতে এবার বাণিজ্যনগরীতে পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। পয়লা অগাস্ট বিকেল ৫ টায় মুম্বই শিল্প সম্মেলনের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ-বিদেশের ৬৫টি সংস্থাকে শিল্প সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার। ডাকা হয়েছে টাটা-বিড়লাসহ সমস্ত বড় শিল্পসংস্থাকেই।

পয়লা অগাস্ট আসতে আর বেশি দেরি নেই। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের আমন্ত্রণে বড় কোনও শিল্পসংস্থাই সাড়া দেয়নি। ভিনরাজ্য বা ভিনদেশ তো দূর অস্ত, মহাকরণসূত্রে খবর, রাজ্য থেকে এখনও পর্যন্ত মাত্র চারজন শিল্পপতি ওই সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন। সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া ছাড়া এপিজে গোষ্ঠীর কর্ণধার উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। কেন এই অবস্থা? শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির জবাব, নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় কোনও খবরই রাখতে পারেননি তিনি। মুম্বই শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ২৫টি ব্যাঙ্ককেও। দুটি সরকারি ও দুটি বেসরকারি ব্যাঙ্ক ছাড়া সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে কেউই সবুজ সঙ্কেত দেয়নি। শিল্পপতিদের একাংশ মনে করছেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগে সবথেকে বড় বাধা রাজ্য সরকারের জমি নীতি। যা না বদলালে বিনিয়োগের খরা কাটার সম্ভাবনা কম। ফলে শিল্প সম্মেলনের উদ্দেশ্য কতটা সফল হবে, তা নিয়ে সংশয় কিন্তু থেকেই যাচ্ছে।

First Published: Friday, July 26, 2013, 10:54


comments powered by Disqus