Last Updated: November 26, 2013 13:14

প্রতিবাদ, নয়া আইনের তোরজোড়, সরকারের প্রতিশ্রুতি, কড়া শাস্তির হুমকি কোনও কিছুতেই থামানো যাচ্ছে না বিকৃত কামের বিকৃত প্রবৃত্তিকে। আরও এক গণধর্ষণের ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিল দেশের বাণিজ্য রাজধানী মুম্বইয়ে সামগ্রিক নারী নিরাপত্তার ভিতকে। মেয়েদের জন্য দেশের সর্বাপেক্ষা সুরক্ষিত শহর হিসাবে দাবি করা মুম্বইয়ে গণধর্ষণের শিকার হল ১৭ বছরের এক কিশোরী। অভিযোগ সোমবার রাতে মেয়েটির পরিচিত এক অটোরিক্সা ড্রাইভার ও তার দুই বন্ধুর হাতে ধর্ষিত হতে হয়েছে ওই মেয়েটিকে। মুম্বইয়ের পশ্চিম শহরতলীর গণপত পাতিল নগরে এই নারকীয় ঘটনাটি ঘটেছে।
অভিযোগ নিগৃহীতা কিশোরীকে বাড়ি পৌঁছিয়ে দেওয়ার নাম করে অভিযুক্ত অটোড্রাইভার ও তার দুই বন্ধু নির্জন একটি জায়গায় মেয়েটিকে নিয়ে যায়। সেখানেই তারা মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।
অভিযুক্তদের ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিস।
First Published: Tuesday, November 26, 2013, 13:14