Last Updated: February 26, 2012 09:34

আসানসোলে মহিলা থানার পুলিস আধিকারিক শম্পা ঘোষের বাড়িতে ঢুকে ডাকাতির পর খুন করল দুষ্কৃতীরা। বাড়িতে লুঠপাট চালানোর পর শম্পা ঘোষের বাবা দিলীপ ঘোষকে খুন করা হয়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টারে। তদন্তে নেমেছে পুলিস।
শনিবার সন্ধেয় বাড়িতে ফিরেই বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা সোনালি ঘোষ। বাবা দিলীপ ঘোষকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেন তিনি। পুলিস গিয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে পাঠায় দিলীপবাবুকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দিলীপবাবুর মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর-আসানসোলের পুলিস কমিশনার অজয় নন্দা। অনুসন্ধানের জন্য নিয়ে যাওয়া হয় পুলিস কুকুরও। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, ডাকাতির পর দিলীপবাবুকে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
সোনালি ঘোষের দিদি শম্পা ঘোষ আসানসোল মহিলা থানার পুলিস আধিকারিক। একজন পুলিস অফিসারেরে বাড়িতে এই ঘটনায় আতঙ্কিত বোধ করছেন এলাকার মানুষ। নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। কমিশনারিয়েট হওয়ার পরই এলাকায় অপরাধমূলক কাজকর্ম বেড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
First Published: Sunday, February 26, 2012, 10:15