Last Updated: April 13, 2014 16:18

ডায়মন্ডহারবার রোডে পরিত্যক্ত দোকানের মেঝে খুঁড়ে উদ্ধার হল নিখোঁজ মা ও দুই মেয়ের দেহ। ২৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন একবালপুরের বাসিন্দা পুষ্পা সিং ও তাঁর দুই মেয়ে অনুরাধা ও প্রদীপ্তি। পুষ্পা দেবীর স্বামী প্রদীপ সিং আগেই মারা গেছেন।
গত ২৯ মার্চ পুষ্পা দেবিরা নিখোঁজ হওয়ার পর তাঁর বাবার কাছে অপহরণের কথা বলে একটি ফোন যায়। এরপর তিন তারিখ একবারপুল থানায় অপহরণের মামলা দায়ের হয়। তল্লাসি চালিয়ে পাপ্পু, সিকান্দর সহ মোট চারজনকে গ্রেফতার করে পুলিস। পুলিসের দাবি জেরায় ধৃতেরা জানান পুষ্পা দেবী ও তাঁর দুই মেয়েকে খুন করা হয়েছে। একবালপুরের সুধীর বোস রোড এলাকার একটি দোকানঘরের তলায় তিনজনের দেহ পুঁতে রাখা হয়েছে। এরপরই ঘটনাস্থলে পৌছয় তদন্তকারী দল। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুরু হয় খোঁড়াখুঁড়ি। কিছুটা খোঁড়ার পরই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। চারফুট খোঁড়ার পর উদ্ধার হয় তিনটি দেহ। পুলিস সূত্রে খবর , দু হাজার দশে প্রদীপ সিংয়ের মৃত্যুর আগে পুষ্পাদেবীরা শালকিয়ায় থাকতেন। দু হাজার এগারোয় প্রদীপ সিংয়ের বন্ধু পাপ্পুর কাছ থেকে একবালপুরের ফ্লাটটি কেনেন তাঁরা। ফ্ল্যাট কেনাবেচায় যুক্ত ছিলেন সিকান্দরও। সিকানন্দরের ডায়মণ্ডহারবার রোডের দোকানের তলাতেই দেহগুলি পুঁতে রাখা হয়েছিল।
First Published: Sunday, April 13, 2014, 16:18