Last Updated: January 5, 2012 22:10

দিনের আলোয় খুনের ঘটনা ঘটল বারাকপুর শিল্পাঞ্চলে। খড়দহ থানার জিটি রোড এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে কয়েকজন দুষ্কৃতী। পরে বাইকে চড়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। নিহতের পরিবারের দাবি, খুনের পিছনে রয়েছে এলাকারই কয়েকজন দুষ্কৃতী। পুলিসের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ তুলেছেন তাঁরা।
টিটাগড়ের জিটি রোড এলাকায় বাজার করতে এসেছিলেন পেশায় সিভিল ইঞ্জিনিয়র আতিয়ার রহমান। হঠাতই বাইকে চড়ে সেখানে আসে চার-পাঁচজন দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই আতিয়ার রহমানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপরেই বাইকে চড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবারের লোকজনের অভিযোগ, এর আগে আতিয়ার রহমানের কাছে টাকা দাবি করেছিল দুষ্কৃতীরা। তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিস সুপারের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় উত্তেজনা রয়েছে। বসানো হয়েছে পুলিস পিকেট।
First Published: Thursday, January 5, 2012, 22:10