Last Updated: March 18, 2012 08:45

বসিরহাটের স্টেশনপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন যুব কংগ্রেস নেতা । নিহতের নাম পরিমল সর্দার। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ কংগ্রেস কর্মী। খুনের পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।
শনিবার সন্ধ্যা ৮টা নাগাদ বসিরহাট স্টেশন সংলগ্ন এলাকায় কয়েকজনের সঙ্গে দাঁড়িযে ছিলেন যুব কংগ্রেস নেতা পরিমল সর্দার । হঠাত্ই সেখানে বোমা ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চান পরিমল বাবু । দুষ্কৃতীরা তাঁকে তাড়া করতে করতে গুলি ছোঁড়ে। আশঙ্কাজনক অবস্থায় পরিমল সর্দারকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ কংগ্রেস কর্মী রতন সরকার ও সঞ্জিত মণ্ডল।
যুব কংগ্রেস নেতা খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে বলে অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস সম্পাদকের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
First Published: Sunday, March 18, 2012, 08:45