ভবানীপুরে ফাঁকা বাড়িতে বৃদ্ধা খুন, ঘটনায় গ্রেফতার ১

ভবানীপুরে ফাঁকা বাড়িতে বৃদ্ধা খুন, ঘটনায় গ্রেফতার ১

ভবানীপুরে ফাঁকা বাড়িতে বৃদ্ধা খুন, ঘটনায় গ্রেফতার ১কলকাতায় ফাঁকা বাড়িতে বৃদ্ধা খুনে এক মহিলাকে গ্রেফতার করল পুলিস। ধৃত মহিলার নাম দেবযানি মাঝি। তিনি মৃতা দীপালি সরকারের ভাইপোর স্ত্রী। পুলিসের অনুমান গতকাল দীপালি দেবীর বাড়িতে এসে ১ লক্ষ টাকা দাবি করেন দেবযানি। দীপালি তা দিতে অস্বীকার করলে তাঁকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে মিলেছে শ্বাসরোধ করে খুনের প্রমাণ। বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার গয়না উধাও বলে অভিযোগ করেছেন দীপালি সরকারের মেয়ে।

ভবানীপুরের দ্বারকানাথ সেন রোডে মেয়ের সঙ্গে থাকতেন ৬৭ বছরের দীপালি সরকার। গতকাল বিকেলে অফিস থেকে ফিরে তাঁকে মৃত অবস্থায় দেখেন মেয়ে। ঘটনার তদন্তে রয়েছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ।

First Published: Wednesday, April 23, 2014, 23:44


comments powered by Disqus