Last Updated: July 14, 2013 16:35

আগামিকাল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ৩ জেলায়৷ তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য৷ সংঘর্ষের বলি ১৷ মুর্শিদাবাদে সিপিএম-কংগ্রেসের সংঘর্ষে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে৷
মুর্শিদাবাদের ডোমকলে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক সিপিআইএম সমর্থক নৌশাদ শেখের। শনিবার রাতে ডোমকলের কুশাবেড়িয়ায় হামলা চালানো হয় নৌশাদ শেখের বাড়িতে। চলে ব্যাপক বোমাবাজি। সিপিআইএমের অভিযোগ, হামলা চালিয়েছে কংগ্রেস।
দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নৌশাদ শেখের। আহত গালু শেখ হাসপতালে চিকিত্সাধীন। ঘটনায় ছজন কংগ্রেস সমর্থককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার প্রতিবাদে আগামিকাল ডোমকল বনধের ডাক দিয়েছে সিপিআইএম।
First Published: Sunday, July 14, 2013, 16:35