Last Updated: December 29, 2011 21:43

মদন তামাং হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দিলকুমার রাই নামে এক গোর্খা জনমুক্তি মোর্চা কর্মী খুন হলেন। গতকাল রাতে দার্জিলিং থেকে ২০ কিলোমিটার দূরে সিংলায় খুন হন তিনি। ঘটনায় অভিযোগের তির আরেক মোর্চা সমর্থক ভীম সুব্বার দিকে। যদিও, এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই। অখিল ভারতীয় গোর্খা লিগ নেতা মদন তামাংকে খুনের ঘটনায় চার্জশিটে দিলকুমার রাইয়ের নাম ছিল। পুরো ঘটনার পিছনে কোনও যড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছে পাহাডের মোর্চা-বিরোধী রাজনৈতিক মহল।
First Published: Thursday, December 29, 2011, 21:43