লাইনচ্যুত মুড়ি ধানবাদ প্যাসেঞ্জারের ইঞ্জিন সহ সাতটি বগি

লাইনচ্যুত মুড়ি ধানবাদ প্যাসেঞ্জারের ইঞ্জিন সহ সাতটি বগি

লাইনচ্যুত হল মুড়ি ধানবাদ প্যাসেঞ্জারের ইঞ্জিন সহ সাতটি বগি। আজ সকালে বোকারো এবং রাধাগাঁওয়ের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বিপর্যস্ত মুড়ি-ধানবাদ লাইনের ট্রেন চলাচল। আটকে পড়েছে রাজধানী সহ বেশ কয়েকটি ট্রেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু ট্রেনকে ঘুর পথে ট্রেন চালনোর পরিকল্পনা করেছে রেল। দুর্ঘটনাস্থলে রেল মেরামতের কাজ শুরু করেছে।

(বিস্তারিত খবর একটু পরে)

First Published: Sunday, June 22, 2014, 17:15


comments powered by Disqus