Last Updated: October 13, 2012 20:18

লন্ডন অলিম্পিকের ফাইনালের পর ফের রজার ফেডেরারকে হারালেন অ্যান্ডি মারে। সাংহাই মাস্টার্সের সেমিফাইনালে মারে স্ট্রেট সেটে হারালেন ফেডেরারকে। ম্যাচের ফল ৬-৪, ৬-৪। ইউএস ওপেনে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর অ্যান্ডি মারে দারুণ ছন্দে।
মারের সেই ছন্দের কাছে হার মারলেন টেনিসের কিংবদন্তি চরিত্র রজার ফেডেরার। এবার ফাইনালে মারের সামনে জকোভিচ। ইউএস ওপেনের ফাইনালের পর ফের ফাইনালে মারে-জকোভিচ।
First Published: Saturday, October 13, 2012, 20:18