Last Updated: October 17, 2011 22:46

দুরন্ত ফর্মে ব্রিটেনের টেনিস তারকা অ্যান্ডি মারে।
সাংহাই মাস্টার্স জিতে র্যাঙ্কিং-এ রজার ফেডেরারকে ছাপিয়ে গেলেন মারে। টুর্নামেন্টের ফাইনালে স্পেনের ডেভিড ফেরারকে হারিয়ে এটিপির তালিকায় তৃতীয় স্থানে উঠলেন মারে।
মরসুমে ছাব্বিশের মধ্যে পঁচিশটি ম্যাচ জিতে এই কৃতিত্ব অর্জন করলেন ব্রিটিশ টেনিস তারকা মারে। চলতি মরসুমে পর-পর তিনটি এশিয়ান টুর্নামেন্ট জিতেছেন তিনি।
First Published: Monday, October 17, 2011, 22:46