Last Updated: May 2, 2014 18:44
ইটভাটার মাটি সরাতে গিয়ে দুর্ঘটনা। মুর্শিদাবাদের বেলডাঙায় মির্জাপুরের হিন্দু পাড়ায় মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। মৃত শ্রমিক মনিরুল শেখ এবং আর্শাদ শেখ। দেহ উদ্ধারে গিয়ে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে পুলিস।
ইটভাটার মালিকের থেকে যথাযথ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন অন্য শ্রমিকরা। পুলিসের মধ্যস্থতায় ক্ষতিপূরণের আশ্বাস পেলে উঠে যায় বিক্ষোভ। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
First Published: Friday, May 2, 2014, 18:44