মুর্শিদাবাদে খুন স্কুলছাত্র

মুর্শিদাবাদে খুন স্কুলছাত্র

মুর্শিদাবাদে খুন স্কুলছাত্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নৃশংস ভাবে খুন করা হল এক স্কুলছাত্রকে। আজ সকালে বাড়ি থেকে একটু দূরে দিলওয়ার হোসেন নামে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। নবম শ্রেণির ছাত্র দিলওয়ারের হাতের সব আঙুলই কেটে নেওয়া হয়েছে। তার চোখও উপড়ে নেওয়া হয়েছে। প্রচণ্ড কোনও আক্রোশ থেকেই দিলওয়ারকে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে পুলিসের অনুমান। সামশেরগঞ্জের চাচণ্ড গ্রামে ছাত্রের বাড়ি. পরিবারের বেশিরভাগ সদস্যই পেশায় দিনমজুর। স্কুল বন্ধ থাকার কারণে কয়েকদিন আগে কাজের সন্ধানে দিল্লি গিয়েছিল দিলওয়ার। গ্রামে ফিরে আসার পর গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল সে। সামশেরগঞ্জ থানার পুলিস ঘটনার তদন্ত করছে।

First Published: Wednesday, September 4, 2013, 21:06


comments powered by Disqus