Mursidabad accident killed 2

মালদা-মুর্শিদাবাদে জোড়া বাস দুর্ঘটনায় মৃত ২

বরযাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যুর ঘটনা ঘটল মালদহ এবং মুর্শিদাবাদে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে মালদহের চাঁচলে শনিবার ভোরে উল্টে যায় একটি বারযাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। গুরুতর আহত ২২ জন। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুরে আজ সকালে ফেরার পথে উল্টে যায় আরেকটি বারযাত্রীর বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর, আহত ৫০ জন। প্রত্যেককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

First Published: Saturday, May 10, 2014, 11:35


comments powered by Disqus