রমজান মাসে ভোট নয়, পথে নামলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা

রমজান মাসে ভোট নয়, পথে নামলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা

রমজান মাসে ভোট নয়, পথে নামলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরারমজান মাসে পঞ্চায়েত নির্বাচন না করার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। দাবি না মানা হলে, আরও বড় আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। আজ দুপুরে মুসলিম সম্প্রদায়ের কয়েকশো মানুষ প্রথমে ভিক্টোরিয়ার সামনে জড়ো হন। সেখান থেকে মিছিল করে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। থিয়েটার রোডে পুলিস ওই মিছিল আটকে দেয়। তারপর সেখানেই বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট তৈরির সময় কমিশন রমজান মাসে ভোটের বিরোধিতা করেনি। তাই নতুন জটিলতার জন্য কমিশনকেই দায়ী করেছেন তাঁরা।

First Published: Sunday, June 30, 2013, 21:41


comments powered by Disqus