Last Updated: June 6, 2014 21:10

মিউজিক থেরাপি থেকে বিধায়কদের আসন পরিবর্তন। বিধানসভায় দেখা গেল একাধিক ব্যতিক্রমী ছবি। শুক্রবার থেকেই শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। চলবে একমাস।
শুরুতেই চমক। সভা শুরুর ১৫ মিনিট আগে থেকে মৃদু সুরে বাজল রবীন্দ্রসঙ্গীত। উদ্যোক্তা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের মানসিক চাপ কমাতেই নাকি এই উদ্যোগ। শুক্রবার বিধানসভায় চমক আরও ছিল।
এই প্রথম বাম বিধায়কদের সঙ্গে বসতে দেখা গেল না রেজ্জাক মোল্লাকে। বহিষ্কৃত সিপিআইএম নেতা বসলেন কংগ্রেস নেতাদের সঙ্গে।
মোর্চার তিন বিধায়কেরও আসন বদল। তৃণমূলের সঙ্গে নয়, তাঁরা বসলেন স্বতন্ত্র আসনে।
মন্ত্রিত্ব গেলেও মন্ত্রীদের আসনেই বসলেন তৃণমূলের সাবিত্রী মিত্র ও মলয় ঘটক।
শুক্রবার বিধানসভায় এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। দুহাজার ষোলোর নির্বাচনকে মাথায় রেখে দলীয় বিধায়কদের এখন থেকেই জনসংযোগ বাড়াতে নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর নির্দেশ, কোনও বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তবেই বিধানসভায় আলোচনায় অংশ নিতে হবে বিধায়কদের।
First Published: Friday, June 6, 2014, 21:10