Last Updated: July 1, 2013 14:39

রমজান মাসে ভোট হলে বয়কটের হুমকি দিল ১৬টি মুসলিম সংগঠনগুলির। রমজান মাসে পঞ্চায়েত ভোট করার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল করল বেশ কয়েকটি মুসলিম সংগঠন।
(বিস্তারিত খবর কিছু পরে)
এদিকে, বাহিনী নিয়ে এদিন আদালতে অবস্থান বদল করল রাজ্য সরকার৷ গত ২৮ তারিখ শুনানিতে সরকার বলেছিল, প্রতি দফায় ৩৫ হাজার বাহিনী দেওয়া সম্ভব হবে৷ সেই মতো শীর্ষ আদালতও নির্দেশে ৩৫ হাজার বাহিনী দেওয়ার কথা বলে রাজ্যকে৷ কিন্তু এদিন সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, রমজানের আগে ভোট হলে ৫০ হাজার বাহিনী দেওয়া সম্ভব হবে৷
এই বিষযে সিপিআইএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী ২৪ ঘণ্টা.কমে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, 'আসলে রাজ্য সরকার নির্বাচনটাই চায় না৷ সে জন্যই একেক বার একেক কথা বলছে৷'
First Published: Monday, July 1, 2013, 16:20