Last Updated: January 27, 2012 20:50

তথ্যচিত্রে মুসলিমদের অমর্যাদা করার অভিযোগে নিউ ইয়র্কের পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করল শহরের একটি মুসলিম গোষ্ঠী।
নিউ ইয়র্কের `সিটি হল`-এ প্রায় ২০ জনের একটি দল এক সাংবাদিক বৈঠকে তাঁদের উষ্মা প্রকাশ করে জানান, পুলিশ কমিশনর রে কেলি `দ্য থার্ড জিহাদ` শীর্ষক একটি তথ্যচিত্রে মৌলবাদ দমন প্রসঙ্গে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় সামগ্রিক ভাবে ইসলাম ধর্মালম্বীদের অমর্যাদা করেছেন।
ওয়েন কোপিং পরিচালিত এই তথ্যচিত্রটিতে সমাজে ইসলামি মৌলবাদের কুপ্রভাব সম্পর্কে সতর্ক করতে সাক্ষাৎকার দেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার রে কেলি। মুসলিম গোষ্ঠীর অভিযোগ, তাঁর বক্তব্য সাধারণ মানুষদের সব ইসলাম ধর্মাবলম্বীদের সম্পর্কেও সন্দিহান করে তুলবে।
এই প্রসঙ্গে, নিউ ইয়র্কের মেয়র রিপাবলিকান পার্টির মাইকেল ব্লুমবার্গ রে কেলির পাশে দাঁড়িয়েছেন। যদিও তিনি বলেন, এ ধরনের মন্তব্য কেলির গ্রহণযোগ্যতার ওপর প্রভাব ফেলবে। কেলিকে বারবার তাঁর গ্রহণযোগ্যতার প্রমাণ দেওয়ার উপদেশ দেন তিনি।
First Published: Friday, January 27, 2012, 20:50