Last Updated: September 8, 2013 14:01

উত্তরপ্রদেশের মুজাফরনগরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা ১২ ছুঁল। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। গোটা জেলা জুড়ে এখনও আতঙ্কের পরিবেশ অব্যাহত। শাহপুর থানা সংলগ্ন অঞ্চলে গুলি চলেছে। পুলিস এখনও পর্যন্ত ৩০জনকে গ্রেফতার করেছে।
৩৮ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী সঙ্গে আট বাহিনী সেনা নামানো হয়েছে। মুজাফরনগরের গ্রামাঞ্চলে হিংসার ঘটনা সর্বাধিক। গ্রামাঞ্চলে টহলদারী সেনা নামানো হয়েছে। দিল্লি-দেরাদুন হাইওয়ের একটি অংশ বন্ধ রাখা হয়েছে।
শনিবার মুজফরনগরের কায়ালে একটি পঞ্চায়েত মিটিং থেকে ফেরার সময় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধে।
রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমগ্র উত্তরপ্রদেশ জুড়েই সতর্কতা জারি করা হয়েছে। মুজফরনগরের ক্ষতিগ্রস্থ অঞ্চলে সপ্তাহব্যাপী কার্ফুর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
First Published: Sunday, September 8, 2013, 14:04