Muzaffarnagar residents returning from Pak arrested with pistols

পাকিস্তান ফেরত মুজফফরনগর বাসিন্দাদের কাছ থেকে উদ্ধার অস্ত্র

 পাকিস্তান ফেরত মুজফফরনগর বাসিন্দাদের কাছ থেকে উদ্ধার অস্ত্র দুই মহিলা সহ ছয় জনকে অস্ত্র সমেত গ্রেফতার করল পুলিস। বৃহস্পতিবার পাকিস্তান থেকে ফেরার পথে পঞ্জাবের আটারি স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করে পুলসি। ধৃতদের কাছ থেকে ১১টি পিস্তল ও ২০টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। সমঝতা এক্সপ্রেসে করে তাঁরা পাকিস্তান থেকে দেশে ফেরছিলেন।

পুলিস জানিয়েছে ধর্তরা সকলের উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা। পাকিস্তানে আত্মীয়দের সঙ্গে দেখা করে তাঁরা দেশে ফিরছিলেন বলে পুলিস সুত্রে খবর। একটিধাতুর বন্ধ বাক্স করে অস্ত্র গুলি আনা হচ্ছিল। গ্যাস কাটার দিয়ে বাক্স কেটে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

সূত্রের খবর গত বছর সেপ্টেম্বরে মুজফফরনগরে দাঙ্গা হয়। সেই মুজফফরনগর থেকেই পাক মাটিতে অস্ত্র পাচারের লোক যোগান দেওয়া হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ নাগাদ সমঝোতা এক্সপ্রেস থেকে অস্ত্র সমেত তাঁদের গ্রেফতার করা হয়। আজ বিকেলে ধৃতদের ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হবে।

ছবি: এনডিটিভি


First Published: Friday, March 7, 2014, 14:51


comments powered by Disqus