Last Updated: September 10, 2013 17:56

মুজফফারনগরে আজও কারফিউ জারি রয়েছে। জানলার ফাঁক থেকে বাইরে ছবিটা দেখে নেওয়ার চেষ্টা করছে উৎসাহী চোখ। নিস্বব্ধতা আর ভাড়ি বুটের শব্ধ। ফ্ল্যাগ মার্চ চলছে দাঙ্গা প্রভাবিত এলাকায়। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। গ্রেফতার করা হয়েছে ৩৬০ জনকে।
লখনউয়ের স্বরষ্ট্র সচিব কমল সাকসেনা জানিয়েছেন, "উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তে মৃতের সংখ্যা ৩৮। যার মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে মুজাফফরনগরে।" দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে মেরুটে। হাপুর, ভগপত, সাহারানপুর ও শামলি থেকে এক জন করে মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৮১।
নতুন করে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কমল। মুজাফফরনগরের তিনটি থানা এলাকায় এখনও কারফিউ জারি রয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রেখেছে কেন্দ্র সরকারও।
First Published: Tuesday, September 10, 2013, 17:58