মুজফফর নগরে দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল প্রদর্শনের সময় কালো পতাকা দেখলেন অখিলেশ

মুজফফর নগরে দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল প্রদর্শনের সময় কালো পতাকা দেখলেন অখিলেশ

মুজফফর নগরে দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল প্রদর্শনের সময় কালো পতাকা দেখলেন অখিলেশ মুজফফর নগরের দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল পর্যবেক্ষণে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তবে তাঁর অভিজ্ঞতা বিশেষ সুখের হল না। দাঙ্গা বিধ্বস্ত গ্রামের বাসিন্দাদের কাছ থেকে কালো পতাকা আর সরকার বিরোধী স্লোগান জুটল।

মুলায়ম পুত্র প্রথমেই গিয়েছিলেন কায়াল গ্রামে। অগাস্ট মাসের ২৭ তারিখ এই গ্রামেই ইভটিজিংকে কেন্দ্র করে প্রথম ঝামেলার সূত্রপাত ঘটে। পরে যা দাঙ্গার রূপ নেয় ও সমগ্র জেলায় ছড়িয়ে পরে। এরপর অপর দুই দাঙ্গা বিধ্বস্ত গ্রাম মানিকপুরা ও কান্দালায় গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন অখিলেশ যাদব।

মুজফফরপুর দাঙ্গায় এখনও পর্যন্ত ৪৭জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবার পিছু একজনকে সরকারী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ।

তবে বিরোধীদের সমালোচনা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান তাঁর দল সমাজবাদী পার্টি কখনই সাম্প্রদায়িকতাকে প্রশয় দেয়নি।



First Published: Sunday, September 15, 2013, 17:17


comments powered by Disqus